Print Date & Time : 14 May 2025 Wednesday 3:49 am

ভিনদেশের কায়দা অনুসরণ করে বাংলাদেশে কিছু হবে না: ইনু

হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাস আর জঙ্গি হামলা অপরাধীদের দমন করার মানে রাজনৈতিক নির্যাতন হয়। আগুন সন্ত্রাস ও জঙ্গি হামলার সাথে জড়িত সকলে অপরাধী, তিনি যে পরিচয়ে থাকুক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে।
সোমবার (১১এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ বা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের অপরাধ, একুশে আগস্ট হত্যাকান্ডের অপরাধ। বহুদিন এর বিচারাচার না হলেও শেখ হাসিনা সরকার বিচারাচারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনার উদ্যেগ চলমান আছে।
তিনি আরও বলেন, সুতরাং মানুষ পোড়ানোর গন্ধ গাঁয়ে নিয়ে আতর মেখে ভোল পাল্টিয়ে রাজনীতিতে হালাল হাওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাস্ত করবে না।
জাসদ সভাপতি বলেন, বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে এবং আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের অধিকার আছে, নির্বাচনে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করারও অধিকার আছে। সুতরাং সেটা নিয়ে আমার কোন মন্তব্য নাই।
তিনি আরও বলেন, উত্থানের মধ্যদিয়ে হবে? চিনা কায়দায় হবে নাকি আমিরিকান কায়দায় হবে? নাকি কিউআর কায়দায় হবে সেটা আমি কোন মন্তব্য করতে চাই না। তবে যার যার দেশের রাজনীতি তার তার। ভিনদেশের কায়দা অনুসরণ করে আর যায় করুক বাংলাদেশে কিছু হবে না।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//