Print Date & Time : 14 May 2025 Wednesday 6:22 am

ভিশন ইংলিশ মডেল স্কুলের পরিক্ষার ফল ও নবীন বরণ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিশন ইংলিশ মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০ টার সময় স্কুল প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও ভিশন ইংলিশ মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী, নাসির আহমেদ, সাবেক বন কর্মকর্তা কবি মোজাম্মেল হক, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আরশেদ আলী ও নাসির উদ্দীন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভিশন ইংলিশ মডেল স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিব, শিক্ষক রুবেল আহমেদ, হ্যাপি, মকবুল, মোছা. সোমা পারভেজ, সোনিয়া লাকী, শামিমা ইসলাম, মো. রাব্বি আহমেদ, মোছা. সাবিনা আক্তার, সোহানা আক্তার, রেহেনা খাতুন প্রমুখ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//