Print Date & Time : 30 July 2025 Wednesday 5:37 am

ভিশন ইংলিশ মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে চেক প্রদান ও সনদ বিতরণ

কুষ্টিয়া ভেড়ামারায় ভিশন ইংলিশ মডেল স্কুলে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে চেক প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে ভিশন ইংলিশ মডেল স্কুল এর সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধক্ষ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, ভেড়ামারা সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম পুলক প্রমূখ। এসময় ১৬ জন মেধাবী বৃত্তি প্রাপ্তশিক্ষার্থীদের মাঝে চেক এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ছিলেন, ভিশন ইংলিশ মডেল স্কুলের সিনিয়র শিক্ষক হাফেজ মকবুল হোসেন।

সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২৩//