Print Date & Time : 8 July 2025 Tuesday 6:45 pm

ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ভীমরুলের  কামড়ে সাওদা নামে দুই বছর বয়সী  এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েক শিশু আহত হয়েছে ।

 রোববার (৭ আগষ্ট ) বিকেলে   উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাওদা ওই গ্রামের খালেদ ভূঁইয়ার কন্যা। 

জানা যায়, ঘটনার সময়  সাওদা সহ আরও কয়েক খেলা করছিল। পাশেই একটি গাছে ভীমরুলের বাসায় খেলার এক পর্যায়ে শিশুরা ঢিল ছুঁড়ে। মূহুর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে  ভীমরুল শিশু সাওদা সহ অন্যান্যদের শরীরের কামড় দেয়। পরবর্তীতে গুরুতর আহত 

সাওদাকে উদ্ধার করে  হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২