Print Date & Time : 10 May 2025 Saturday 3:59 am

ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর হাত বাঁধা লাশ

জামালপুরের মাদারগঞ্জে ভুট্টাক্ষেত থেকে হাত বাঁধা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক জানান, ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর লাশটি ভুট্টাক্ষেতে ফেলে গেছে। নিহতের গলায়, হাত-পা সহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২৩//