কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর ভুট্টাক্ষেত থেকে নারীর মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে একটি ভুট্টাক্ষেতে জাইমা খাতুন (৪৫) নামে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত ওই নারী স্থানীয় বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের মেয়ে এবং
স্বামী পরিত্যক্তা হওয়ায় পিতার বাড়িতেই থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে
স্থানীয় চাষীরা মাঠে কাজ করতে গিয়ে এক নারীর মুখবাধা ও দেহের
বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন সম্বলিত লাশ ভুট্টাক্ষেতে পড়ে
থাকতে দেখে। সংবাদ শুনে দেখতে আসা আশপাশের লোকজন শনাক্ত করে যে মৃত: ওই মহিলার নাম জাইমা খাতুন(৪৫)। পরে সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বাঁধা ও অবস্থায়
পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাস কাটার
ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। পুলিশ
বিষয়টি তদন্ত করে দেখছে’।