Print Date & Time : 9 May 2025 Friday 5:50 pm

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলামের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানাুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, ভূঞাপুর থানার এস আই মোঃ ফরিদ আহমেদ , দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আখতার হোসেন, কাজী জহুরুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

দৈনিক দেশতথ্য//এইচ//