Print Date & Time : 5 July 2025 Saturday 9:05 am

ভূঞাপুরে আব্দুস ছালাম পিন্টু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:“মোবাইল ছাড় ফুটবল খেলো” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপমন্ত্রী, বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুস ছালাম পিন্টু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ভূঞাপুর রেল স্টেশন মাঠে পশ্চিম ভূঞাপুর যুব সমাজের আয়োজনে খেলা উদ্বোধন করেন ইবরাহীম খাঁ কলেজের সাবেক ভিপি বিএনপি সহ সভাপতি ভূঞাপুর উপজেলা বিএনপি হাবিবুর রহমান তরফদার ভুট্টো, এতে সভাপতিত্ব করেন বিএনপির সহ সভাপতি, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শাজাহান কবির লিটন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকেন দৈনিক কালবেলার ভূঞাপুর প্রতিনিধি মোঃ মিজুর রহমান।

ইঞ্জিনিয়ার সাইদুর রহমান হিরোর সহযোগিতায় স্থানীয় ১২ টি দল লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন, দেশে ভয়াবহ আকারে শিক্ষার্থীর মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে ফেরাতে হলে তাদের কে বিভিন্ন খেলাধুলার প্রতি মনোনিবেশ করাতে হবে, যার ধারাবাহিকতায় আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা।