Print Date & Time : 22 April 2025 Tuesday 12:03 pm

ভূঞাপুরে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

মোহাম্মদ সোহেল,ভূঞাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও সবজি বীজ বিতরণ করা হয়।

রবিবার (১ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৭জন কৃষকের মাঝে সবজি বীজ,ও কৃষি উপকরণ হিসেবে পানির জার, বীজ সংরক্ষণের ড্রাম, বাগানে বেড়া দিতে নেট ও ৪০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।

ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, কৃষক পারিবারিক পুষ্টি বাগানের অংশ হিসেবে তার বাড়ির আঙ্গিনায় দেড় শতক পতিত জমিতে এসব বীজ বপন করলে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারবে।

দৈনিক দেশতথ্য//এইচ//