“নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ “
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ পুকুর ও নির্বাচিত বিভিন্ন জলাশয় সরকারি খামারের বরাদ্দকৃত রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার মৎস্য অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, উপজেলার অলোয়া ইউনিয়নের শীতলা বিল, গাবসারা আশ্রয় প্রকল্প পুকুর, মাদারিয়া পূর্বপাড়া জামে মসজিদ পুকুর, অর্জুনা ইউনিয়ন পরিষদ পুকুর, নলুয়া এতিমখানা পুকুরে ৩ শ কেজি পোনা মাছ অবমুক্ত করনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা
চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা অন্যান্য অফিসার ও সাংবাদিক প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post