Print Date & Time : 7 August 2025 Thursday 9:16 pm

ভূঞাপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম উপজেলার কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সমাধানে ও ভূঞাপুরের উন্নয়ন সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পরে জেলা প্রশাসক উপজেলা অফিসার্স ক্লাবে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।

দৈনিক দেশতথ্য//এইচ/