Print Date & Time : 6 July 2025 Sunday 12:19 pm

ভূঞাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

মোহাম্মদ সোহেলা (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি) রাসেল পারভেজ, চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক) শহীদুজ্জামান, (উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি তসলিমুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে শিক্ষকদের সম্মান ও বেতন কাঠামো অনেক বেশি। শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তা অনেক। বাংলাদেশের শিক্ষকরা শুধু বছরের পর বছর শোষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা আরও বলেন, দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে।
বক্তারা অবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।