Print Date & Time : 24 April 2025 Thursday 11:08 am

ভূঞাপুরে বিএনপির ৪নেতা গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার (৩০) অক্টোবর ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
তারা হল গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলে সভাপতি পাভেল মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, ফলদা ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নাল ও বিএনপি কর্মী ভালকুটিয়া গ্রামের জিয়ারুল ইসলাম।
এই গ্রেফতারের বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, চলমান আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে এবং জনমনে ভীতি সৃস্টি করতে মাঠ পর্যায়ে কর্মীদের ধরপাকর করছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//