Print Date & Time : 24 April 2025 Thursday 4:10 am

ভূঞাপুরে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নের নদীর পার ঘেঁষে আগামী তিন দিনের মধ্যে ডাম্পিং কাজ শুরু হবে বলে জানান এমপি ছোট মনির।

রবিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ ও নিকরাইল ইউনিয়নের পাটিতা পাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করেন এমপি ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউপি সাবেক চেয়ারম্যান মতিন সরকার। অনুষ্ঠানে এমপি ছোট মনির তার বক্তব্যে বলেন আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গড়তে আওয়ামী লীগ সরকারকে পুনরায় দরকার এবং আগামী তিন চার দিনের মধ্যে উপজেলার পাটিতা পাড়া হতে ল্যাংড়া বাজার পর্যন্ত নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হবে।

দৈনিক দেশতথ্য//এইচ/