Print Date & Time : 22 April 2025 Tuesday 8:21 pm

ভূঞাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ সোহেল,ভূঞাপুর (টাঙ্গাইল):
যথাযথ মর্যাদায় টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

২৬ মার্চ (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

পড়ে উপজেলা পরিষদ, ভূঞাপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা পরিষদ, স্কুল-কলেজ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা সৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ১ মিনিট নিরবতা পালন করে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আক্তার, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য এমপি ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//