মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে মুসলিম উদ্দিন (৩৪) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দা্বিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে মাটিকাটা বাজার- বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।
হত্যা মামলার আসামি সুজন, রাকিব, মর্তুজ, শাহ জামাল, শামীম, ইমন, মুন্নাফ, আ: রহমান, ফরহাদ, হাকিম, সোহেল ও কালামকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে সড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ খবরে, বেলা ১২টার দিকে মানববন্ধন স্থানে ছুটে আসেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম। পরে তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করলে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসী।