Print Date & Time : 29 May 2025 Thursday 2:52 am

ভূঞাপুরে শিক্ষকের মরদেহ উদ্ধার, আটক ৩

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল হক (৫৫)নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।সে পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের জয়নব বেগম ফোন করে ডেকে নেয় তার বাড়িতে পাওনা টাকা দেওয়ার কথা বলে। রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেয় নিহতের
স্ত্রী আয়শা খাতুন।
পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের
লোকজনের কথামত জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলো সার পলশিয়া গ্রামের ফারুক পিতা সবুর কশাই, জয়নব ও তার স্বামী আব্দুল বারেক।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দোষীদের খুঁজে বের করে আইনের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//