যমুনার উদ্দাম ঢেউ তরঙ্গের আঘাতে, ক্রমাগত ভাঙনের ভয়ংকর থাবায় শেষ রক্ষা হলো না নয়ন মণির কবর।ব্যর্থতায় ব্যথীত হৃদয় ভাঙ্গা নীড় হারানো ব্যাথায় ব্যাথিত নজরুল পাগলার করুন আর্তনাদ শুনার কেউ নেই।
গতকাল বুধবার (২৩ আগস্ট) টাঙ্গাইলের ভূঞপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামে নদী তীরবর্তী স্থানে সরেজমিনে দেখা যায় যমুনার ভয়াবহ ভাঙ্গনে নজরুল পাগলার আদরের মেয়ে নয়ন মনির কবর শেষ রক্ষায় চেষ্টা ব্যর্থ হয়েছে।
তার চার সন্তানের মধ্য ছোট মেয়ে নয়ন মনি কোনাবাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন প্রায় ৫-৬ মাস আগে ছোট মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে মেয়েটির লাশ নিজ বাড়িতে দাফন করা হয়। গত কয়েক দিনের যমুনার তীব্র ভাঙনে কবর ভেঙে নদী গর্ভে চলে যাওয়া মুহূর্তে কান্নাকন্ঠে নজরুল পাগলা বলেন, যমুনার ভাঙনে বাড়ি তো আগেই গেছে মেয়ের কবর রক্ষা করতে পারলাম না, চোখের সামনে নদী গর্ভে চলে যাচ্ছে।
স্থানীয়দের মতে নদী ভাঙন রোধে নেয়া বিভিন্ন উদ্যোগে দুর্নীতির অভিযোগ রয়েছে। দেখা যাচ্ছে, যে প্রক্রিয়ায় এবং যে ধরনের দ্রব্য ব্যবহার করে নদীর পাড় মজবুত করতে বলা হয়, দুর্নীতি করতে গিয়ে তা করা সম্ভব হয় না। ফলে সরকারি উদ্যোগ থাকলেও বাস্তবে তা তেমন সহায়ক হয় না। “যার কারনে নদীর পাড়ে বসত যাদের ভাঙনে সব ক্ষয়, জীবন বাঁচাতে মানুষ পশু
এক ঘরেতে সয়” স্থানীয় বাসিন্দা কলেজছাত্র রাজীব বলেন, প্রভাবশালী ব্যক্তিরা তাদের বাড়ির সামনে জিওব্যাগ ফেলছে। অথচ অসহায়দের বাড়ির সামনে জিওব্যাগ ফেলা হচ্ছে না। যার কারণে ৭০০ মিটার অংশে ব্যাপক হারে ভাঙছে। প্রশাসনের কাছে দাবি, ভাঙনরোধে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান, চলতি বন্যায় কমপক্ষে ২ শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যা এখনও চলমান রয়েছে। অনেকাংশে জিওব্যাগ ফেলা হয়েছে। ভাঙন কবলিত অন্যান্য এলাকায় জিওব্যাগ ফেলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করছি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া ভাঙন কবলিত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
নদীর ভাঙনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলাল হোসেন জানান, উপজেলার চিতুলিয়াপাড়া, কষ্টাপাড়া, ভালকুটিয়া, মাটিকাটা ও পাটিতাপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাঙনরোধে ইতোমধ্যে জিওব্যাগ ফেলা হয়েছে। নতুন করে যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে সেসব এলাকা পরির্দশন করে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post