Print Date & Time : 1 August 2025 Friday 2:42 pm

ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল শেষে ফেরার পথ থেকে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৪ মে) দুপুরে স্থানীয়রা দুই দর্শক কে আটক করে পুলিশে দিয়েছেন।
যানায়ায় গত সোমবার উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শিক্ষক আলম নামের এক শিক্ষকের কোচিং সেন্টার ঘরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দাসী গ্রামের আব্দুর রশিদের ছেলে সুলতান মিয়া (২৪) সহযোগী চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখের ছেলে নূরুন নবী (২২)।
যানাযায়, স্কুল ছুটি শেষে মেয়েকে ডেকে নিয়ে যায় দুইজন যুবক। বিদ্যালয়ের পিছনে একটি কোচিং সেন্টারে নিয়ে রাত পর্যন্ত তার সাথে খারাপ কাজ করে সুলতান। এ সময় নুরুন নবী নামের একজন পাহারা দেয় বলে ওই মেয়ে জানিয়েছে। মেয়েকে ডেকে নিয়েই নেশা জাতীয় কিছু সেবন করায় তারা। পরে মেয়েকে নিয়ে তারা রাউৎবাড়ী এলাকায় আসলে স্থানীয়রা আটকায়। এ সময় মেয়েকে রেখে ওই দুইজন যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েকে বাড়িতে পৌছে দেয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোহাগ//দৈনিক দেশতথ্য//জুন ০৫,২০২৪//