২১আগস্ট গ্রেনেড হামলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২১আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মিছিলিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে আলোচনা সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল (২আসন) সংসদ সদস্য ছোট মনির।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার মঞ্চ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, ২১ শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীসহ এর মদদ দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এই হামলা চালানো হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post