গোফরান পলাশ, কলাপাড়া: পায়রা সমুদ্র বন্দরের অধিগ্রহনকৃত ভূমি এবং অবকাঠামোর ক্ষতিপূরন সহ ভূমি অধিগ্রহন শাখা ও দালালচক্রের হয়রানি বন্ধের
দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলার চর বালিয়াতলীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্ত ভোগী পরিবারের শত শত মানুষ অংশগ্রহন করে। এসময় ক্ষতিগ্রস্থদের পক্ষে বক্তব্য রাখেন ইউপি সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফকর উদ্দিন, কাওসার আহমেদ ও সালাউদ্দিন সালু প্রমূখ।
ভূক্তোভোগীরা বলেন, পায়রা বন্দরের উন্নয়ন প্রকল্পের জন্য কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী মৌজা থেকে জেলা ভূমি অধিগ্রহন শাখা এল এ
কেস নং- ১৬/২০১৭-১৮ এর মাধ্যমে এ ভূমি অধিগ্রহন করেছে। সর্বশেষ ভূমি জরিপ বিএস খতিয়ানের মাধ্যমে ক্ষতিপূরনের টাকা প্রদানের কথা উল্লেখ করে চিঠি
প্রদান করা হয় ক্ষতিগ্রস্তদের। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রসহ ভূমি অধিগ্রহন শাখায় যোগাযোগ করলে সিএস জরিপের কাগজপত্রের চাহিদা তুলে ধরে কমিশন দাবি করছেন ভূমি অধিগ্রহন শাখার কানুনগো সহ সার্ভেয়াররা। ভূমি
অধিগ্রহন শাখার চিহ্নিত দালালচক্রের মাধ্যমেও মামলাসহ নানা জটিলতা তৈরি করে ক্ষতিগ্রস্থদের হয়রানীর অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্তরা।
বালিয়তলী ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, ভূমি অধিগ্রহনের ফলে অনেক পরিবার তাদের পূর্ব পুরষদের ভিটে, বাড়ী ও সমাধি হারাচ্ছে। এরপরও দেশের উন্নয়নের
জন্য তারা জমি দিতে রাজী। তবে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরন ছাড়া তারা জমি দিবেন না।
আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফকর উদ্দিন বলেন, ভূমি
অধিগ্রহন শাখার দুর্ণীতিপরায়ন কানুনগো, সার্ভেয়ারা নানাভাবে দরিদ্র ভূমি
মালিকদের পদে পদে হয়রানি করছে।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post