
কুষ্টিয়া মজমপুর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফুর মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের পূর্ব মজমপুর জামে মসজিদে তার স্মরণে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। এতে তার স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
২০০৯ সালের ৮ সেপ্টেম্বর রাতে আব্দুল গফুর মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
বর্ণিল জীবনে তার কর্মক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালন করেছেন গফুর মিয়া। তিনি মৃত্যুকালে স্ত্রী ও কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৮,২০২২//

Discussion about this post