Print Date & Time : 5 July 2025 Saturday 7:48 am

ভূরুঙ্গামারীতে ভারতীয় যুবক আটক

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
আটক ওই যুবকের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ‍্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিল এর পুত্র।

বিজিবি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গসোনাহাট স্থলবন্দরে ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় যুবকটি মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ বিজিবি সোনাহাট ক‍্যাম্প অবহিত করে। পরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই যুবককে আটক করে বিজিবি সোনাহাট ক‍্যাম্পে সোপর্দ করে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় যুবক আত্মীয়র বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//