ডাঃ কামরুল ইসলাম মনা: সারা দেশের ন্যায় ভেড়ামারাতেও উৎসব মুখর পরিবেশে পুলিশ সপ্তাহ পালিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ আমরা পুলিশ সপ্তাহকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
তিনি বলেন, মাদক নির্মুলে পুলিশ দৃঢ় সংকল্পবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
ইভটিজিং রোধসহ নিরাপদ ও নির্ভয় সমাজ গঠনে কাজ করে চলেছে পুলিশ।
সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং দৌরাত্ম মোকাবেলায় পুলিশ কঠোর ভূমিকা গ্রহণ করেছে।
আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক ও শান্তিপূর্ন রাখতে পুলিশ সব সময় সতর্ক দৃষ্টি রেখে কাজ করে চলেছে।
অপরাধীদের কোন প্রকার বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা, সে যেই হোক আইনের চোখে তাদের ঠিকানা একমাত্র জেলখানা।
তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং করোনা মোকাবেলা ওমিক্রন রোধে সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানা পুলিশ সামনে থেকে কাজ করে যাচ্ছে।সেবা ও সহযোগিতা পেতে ভেড়ামারা থানার দ্বার সকলের জন্য সবসময় খোলা রয়েছে বলে তিনি জানান।আর এ সবের জন্য সচেতন নাগরিক সমাজসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন ওসি মজিবুর রহমান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post