Print Date & Time : 5 May 2025 Monday 11:26 pm

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এহতেশাম রেজা 

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নে সদ্য সংঘঠিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত  পরিবার সমূহের খোঁজ-খবর নিতে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন জনাব মোঃ এহতেশাম রেজা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া মহোদয়।

 তিনি সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সকল প্রকার সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দেন এবং দীর্ঘ মেয়াদে ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ও উদ্যোগের বিষয়ে আহবান জানান। 

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবনসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জেলা প্রশাসক এহতেশাম রেজা ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন এবং পান বরজ এর এই ব্যবসা কে টেকসই উন্নয়ন এর জন্য পদ্ধতি নিয়ে ও আলোচনা করেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মার্চ ২০২৪