Print Date & Time : 10 September 2025 Wednesday 5:43 am

ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ২

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছ।

উক্ত অভিযান চালিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

সোমবার (৮ই সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন সহ ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জাতীয় মেশিন চালিত নৌকাকে ধাওয়া করে।

এ সময় ঘটনাস্থল থেকে কামাল প্রামানিক (৪৯), ও হাফিজুর রহমান (২৪) একমাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া সহ আশপাশের জমি পরিবেশের ক্ষতি হচ্ছিল। এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।