Print Date & Time : 11 September 2025 Thursday 10:19 pm

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ জুলাই ২০২৩