Print Date & Time : 20 April 2025 Sunday 12:14 am

ভেড়ামারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) :কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ নির্মানাধীন ৯টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার অধীনস্থ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের বাউন্ডারি ঘেষে খিচুড়ি পট্টি নামক কসমেটিকস মার্কেটে অবৈধ নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। 

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার জাবেদ পারভেজ এবং রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম।

রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম জানান, গত বৃহস্পতিবার রাতে আমার কাছে ফোন আসে প্রায় ২/৩ শত সন্ত্রাসী পৌরসভার অধীনস্থ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের বাউন্ডারি ঘেষে খিচুড়ি পট্টিতে রাস্তার জায়গা দখল করে দোকান তৈরি করছে। এখবর শোনার পর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু স্যারের নির্দেশে সরজমিনে তদন্ত করেছি। সেখানে সরকারি রাস্তা দখল নিয়ে নির্মাণ কাজ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে নির্মানাধীন স্থাপন ভেঙে দেওয়া হয়। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ সেপ্টেম্বর ২০২৪