Print Date & Time : 22 April 2025 Tuesday 6:52 pm

ভেড়ামারায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার উপজেলার অসহায়, দুঃস্থ, করোনা পরিস্থিতির কারনে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্যসহ অন্যান্য উপকরণ সহায়তার প্যাকেট (২০০প্যাকেট) বিতরণ করেছেন। ভেড়ামারার ৪১০মেগাওয়াট নর্থ- ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ ভেড়ামারা উপজেলা প্রশাসনকে মানবিক সহায়তার এসব প্যাকেট প্রদান করেছিলেন। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ম বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসব প্যাকেট বিতরণ করা হয়েছে।।