Print Date & Time : 9 September 2025 Tuesday 2:21 pm

ভেড়ামারায় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউপির মসলেমপুর এলাকা থেকে পাকিস্থানী তৈরি পিস্তলসহ ২ রাউন্ড গুলি ও ৩ টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল সোমবার (২রা জুন) ভোর সাড়ে তিনটা জনৈক হাতেম আলীর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ভেড়ামারার বাহাদুরপুর ইউপির মসলেমপুর এলাকায় অভিযান চালিয়ে হাতেম আলীর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তাসে তৈরি পিস্তলসহ ২ রাউন্ড গুলি ও ৩ টি তাজা ককটেল বোমা উদ্ধার করে। পরে জব্দকৃত আলামত ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, মসলেমপুর এলাকায় একটি বাড়ির ছাদ থেকে আগ্নিঅস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে উদ্ধারকৃত আলামত ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবিষয়ে কাউকে গ্রেফতার দেখানো হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।