Print Date & Time : 5 April 2025 Saturday 2:38 pm

ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই চারটি পরিবার

জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন এর মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. নুরুজ্জামান, মো. দুলাল, মো. বিলাল হোসেন, মো. কামাল হোসেন এই চারটি পরিবারের বসত বাড়ি ও গৃহপালিত পশু আগুনে পুড়ে ছাই। এখন পরিবার গুলো পথে বাসার উপকূল।

অগ্নিসংযোগ এর সঠিক কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (২১শে মার্চ) রাত আনুমানিক ১টার সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। গভীর রাতে আনুমানিক ১ টার দিকে দেখা যায় বসত বাড়ি গুলোতে দাও দাও করে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী আসার পূর্বেই ৪টি পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে পরিবার গুলোর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো দিনমজুর পরিবার।

শুক্রবার সকাল ১১টায় ঘটনা স্থান পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা-সংস্কৃতি, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মাওলানা নুরুল আমিন জসীম, জুনিয়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আপাতত পূর্ণবাসনের জন্য প্রাথমিক ভাবে ৫,০০০/- টাকা হারে মোট ২০,০০০/- টাকা সহায়তা ও সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বাস দেওয়া হয়।

এম/দৈনিক দেশতথ্য//