Print Date & Time : 10 July 2025 Thursday 2:14 pm

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্র সহ সন্ত্রাসী দাউদ গ্রেফতার 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দাউদ (৩০) নামের এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার ভোররাতে নিজবাড়ী থেকে দাউদকে আটক করা হয়।

এ সময় একটি দেশীয় শর্টগান, একটি এক রাউন্ড একটি তাজা কার্তুজ ১টি রামদা, ১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। সে স্থানীয় বিএনপি নেতা রাজনের ক্যাডার হিসাবে পরিচিত। সে ভেড়ামারা উপজেলার উত্তরভবানীপুর মুড়ির মিল সংলগ্ন এলাকার আজগর আলীর পুত্র। 

সূত্র জানিয়েছে, ধরমপুর ইউনিয়নে বিএনপি নেতাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই  সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। শক্তি বৃদ্ধির লক্ষেই একটি গ্রুপ সশস্ত্র সন্ত্রাসীদের এলাকায় জড়ো করেছে। খবর নিশ্চিত হয়েই কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি দল ধরমপুরে দাউদের বাড়ি ঘিরে অভিযান শুরু করে। দাউদের স্বীকারোক্তিতে তার ঘরের চাতাল থেকে একটি দেশীয় শটগান,  একটি তাজা কার্তুজ, ১টি রামদা এবং মোবাইল ফোন উদ্ধার করে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার জানিয়েছেন, এ বিষয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ১৯ ধারায় একটি মামলা হয়েছে। 

এবি//দৈনিক দেশতথ্য//