কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব গাজী মাহাবুব রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬ঠা নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় কুষ্টিয়ার ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে দৈনিক আজকের আলো পত্রিকার ভেড়ামারা পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে আজকের আলো পত্রিকার স্টাফ রিপোর্টাস ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাফফাত হোসাইন রানা (এমবিবিএস), সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জুয়েল, দৈনিক হিসনা বানীর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন,
বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক খবর পত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক আজকের আলো প্রতিনিধি নোমান জহির রাজা, বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, লেখক মোজাম্মেল হক, সাংবাদিক জাহিদ হাসান, নবীন, মিঠু প্রমূখ।
দোয়া পরিচালনা করেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি ভেড়ামারা শাখার ইনচার্জ আবুল কাশেম।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ নভেম্বর ২০২৩

Discussion about this post