কুষ্টিয়ূা জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এক যুক্ত বিবৃতি দিয়েছেন। তারা বলছেন, ভেড়ামার চাঁদগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ৫০ বছর ধরে দু’পক্ষের বিরোদ চলে আসছে। তারই ধারাবাহিকতায় দুই বংশের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মন্ডল নিহত হয়েছেন।
স্থানীয় জনগনের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এর পক্ষ থেকে জাতীয় গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য মাঠে ঘাস কাটা নিয়ে হামলার সূত্রপাত হয়েছে। সেদিন আব্দুল আলিম স্বপন ঢাকাতে ছিলেন। ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন নিজ বাড়িতে ছিলেন। জাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণরুপে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জাসদের কোন নেতাকর্মী জড়িত না।
গতকাল ভেড়ামার উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সাংসদ হাসানুল হক ইনুকে নিয়ে বিভ্রান্তী মূলক তথ্য পরিবেশন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হীন উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক, আব্দুল আলীম স্বপন এবং চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের নামে মিথ্যা মামলা করে ঘোলাপানিতে মাছ শিকার করার অপঃ তৎপরতা করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কিছু স্বার্থান্বেষী নেতাকর্মী উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব করছেন। আমরা রাজনৈতিক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Discussion about this post