জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সাথী ফুড পার্ক।
গত শুক্রবার রাত ১১টার সময় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণর অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলায় সাথী ফুড পার্কের ২টি দল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় সাথী ফুড পার্ক-১ এর পক্ষ খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় মোহাম্মদ আল ফাউজান হাম্বা ও রিয়ান চানা পারো এবং সাথী ফুড পার্ক-২ এর পক্ষ খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় ড্রেনেজ ও গোফার। সাথী ফুড পার্ক-১ দল ২-১ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাথী ফুড পার্ক এর মালিক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার পারভেজ শান্ত, সাইফুল ইসলাম, জাহিদ হাসান সহ অনেকে।
ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৫ এর চ্যাম্পিয়ন দল সাথী ফুড পার্ক-১ এর হাতে তুলে দেন নগদ ৭০ হাজার টাকা ও ট্রপি। রানার্স-আপ সাথী ফুড পার্ক-২ এর হাতে তুলে দেন নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি। টুর্নামেন্টে ৮টি দল খেলায় অংশ গ্রহন করে। ৪জন বিদেশী খেলোয়াড়সহ জাতীয় টিমের খেলোয়াড় বৃন্দরা অংশ গ্রহন করে। টুর্নামেন্টে প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।

Discussion about this post