Print Date & Time : 27 July 2025 Sunday 7:03 am

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 আজ বিকাল ৪টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর কোয়ার্টার ফাইনাল খেলায় এমএবি এন্টারপ্রাইজ ৩ গোল করেন, প্রতিপক্ষ ভেড়ামারা সিটি০। 

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  ভেড়ামারা পৌরসভার একাধিক বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু, কোষাধ্যক্ষ খসরুজ্জামান ফারুক, আতিকুজ্জামান পিন্টু, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র নাইমুল হক,  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

 প্রধান অতিথি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে  এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি, তাই যুব সমাজ কে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান। 

বিশেষ অতিথি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, শরীরচর্চা  আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। । খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। 

উক্ত টুর্নামেন্ট খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।

ম্যাচ অব দা ম্যান এর পুরস্কার বিতরণ করেন ফিটনেস ক্লাব জিম। ফিটনেস ক্লাব জিমের প্রতিষ্ঠাতা জনি বলেন, যারাই ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হবেন তাদের সবাইকে ফিটনেস ক্লাব জিমের মেম্বারশীপ ফ্রী করা হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ অক্টোবর  ২০২৩