Print Date & Time : 5 May 2025 Monday 7:02 am

ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের মিষ্টিমুখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ টানা ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিষ্টিমুখ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ সভাপতির ঢাকা কোচ স্ট্যান্ডে অবস্থিত কার্যালয়ে দলীয় নেতা কর্মীরা মিষ্টিমুখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহবুব উল আলম হানিফ (এমপি)’র ভ্রাতা রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল,  সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ , পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলাইমান মাস্টার, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম প্রমুখ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ জানুয়ারি ২০২৪