ভেড়ামারা উপজেলা পেশাদার ফুটবল লীগের আজ উদ্বোধন হয়। ভেড়ামারা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের ওই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল ইয়াছির আরাফাত, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু, স্পোর্টস একাডেমির কর্মকর্তাবৃন্দ।
ভেড়ামারা স্পোর্টস একাডেমীর আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুকুল ক্লাব গোলাপনগর ও ভেড়ামারা স্পোর্টস একাডেমী খেলায় অংশ গ্রহন করেন। খেলায় মুকুল ক্লাব-১ স্পোর্টস একাডেমী-১ গোল করেন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিপ্লব।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//