খেলাফত মজলিস ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এক উলামা ও সূধী সমাবেশের আয়োজন করা হয়।
গতকাল ১২ই জুলাই ২০২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় ভেড়ামারা আলিম মাদ্রাসার হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও মিরপুর-ভেড়ামারা নির্বাচনি এলাকার দেয়াল ঘড়ি মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মুফতি মোঃ আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জোন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। সভার শুরুতে পবিত্র দরসে কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আজিম উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি মাও: মোঃ আবু তোহা, ভেড়ামারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুন্সি মোঃ মঈনুল হক, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাঃ আজিরুল ইসলাম ও সহকারী সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, মাওলানা জাহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মাও: আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন ভেড়ামার পৌর শাখার সেক্রেটারী মোঃ আব্দুল বারী। বক্তাগণ বলেন, আল্লাহর রহমতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা চেষ্টা করছি যে, দেশের মধ্যে ইসলামী দলগুলির মধ্যে সমঝোতা করে এককভাবে প্রার্থি নির্ধারন করা সম্ভব হয় কিনা। এ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতাগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশে একটি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কর্মীদের আরও ভূমিকা পালন করতে হবে।

Discussion about this post