পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অগষ্ট সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অগষ্ট) ৮/১০ জন যুবক দুপুরের দিকে আকরামকে তুলে নিয়ে যায়।
এরপর তারা তাকে হেদায়েত আলীর আম বাগানের একটি গাছে বেঁধে দুই ঘন্টা ধরে মারপিট করে। একপর্যায়ে তার নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বিকেল চারটার দিকে আকরাম শাহকে তার আত্মীয়র হাতে তুলে দেয়া হয়। রাড়িতে নিয়ে আসার পর রাত এগারোটার দিকে আকরামের মৃত্যু হয়। পুলিশকে খবর দিলে রাত একটার দিকে নিহতের মরদেহ হেফাজতে নেয় পুলিশ।
নিহতের চাচা বিশারত আলি শাহ্ বলেন, মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে ৭ অগষ্ট সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকন ও সজলের নেতৃত্বে ৮/১০ জন যুবক আকরামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদেরকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১১,২০২৩//