ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে ভেড়ামারার এন.আর. (নওদা ক্ষেমিরদিয়াড়-রামকৃষ্ণপুর) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায়, ১লা এপ্রিল ২০২৫ তারিখে আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের রসায়ন বিভাগের প্রফেসর আ.জ.ম মনিরুল ইসলাম এবং উত্তরা ব্যাংক পিএলসি, মেহেরপুর শাখার ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, আজাদ সাকাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মোঃ হাসানুজ্জামান, মোঃ আনোয়ারুল ইসলাম লুলু, ইয়াকুব আলী, নুরুল ইসলাম মালিথা, আব্দুল হাই, আকমল হোসেন, নাসির উদ্দীন প্রমুখ।
অত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা সুপ্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের স্বপ্রণোদিত আর্থিক সহযোগিতায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে, দুই গ্রামের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল স্কুল, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা ও সংবর্ধনার উদ্যোগ নেওয়া হয়। সেই সাথে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছয়জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন— মোঃ জিহাদ (পিতা: পিকলু), জিফাত আহম্মেদ শিমুল (পিতা: মোঃ জিয়ারুল ইসলাম), মোঃ তৌফিকুর রহমান (পিতা: মোঃ মাজেদুর রহমান), মোছাঃ ফারিহা আক্তার তমা (পিতা: ফারুক হোসেন), সালেহ সামি (পিতা: মাহবুবার রহমান) এবং মোঃ তৌফিক হাসান (পিতা: মেহেদুল আলম)।
বিশেষ কৃতি শিক্ষার্থী হিসেবে ইউরোপের জর্জিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমবিবিএস ৩য় সেমিস্টারে অধ্যয়নরত মাহেরু আগা খানকে ক্রেস্ট প্রদান করা হয়। তিনি ইঞ্জিনিয়ার প্রিন্স আগা খানের কন্যা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক মোঃ আলাউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার প্রিন্স আগা খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ জামিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার নোমান গ্রুপের মোঃ মাহাবুল আলম, দি একমি ল্যাব লিমিটেডের কুষ্টিয়া ডিপোর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ আবু সাইদ টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
এন.আর. ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার উন্নয়ন এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষার পথ সুগম করা। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”
এমন মহতি আয়োজনের জন্য আয়োজকদের প্রতি অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

Discussion about this post