প্রেসবিজ্ঞপ্তি: কুষ্টিয়ার ভেড়ামারায় এস.এস.সি বন্ধু ব্যাচ-৮৩ এর উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে জিকে ভি.আই.পি রোডে অবস্থিত ফুড ল্যান্ড ক্যাফেতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিরাশিয়ান মেলবন্ধন এবং ইফতার ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস.এস.সি বন্ধু ব্যাচ-৮৩ এর আহবায়ক কমিটির আহবায়ক হাবিবুর রহমান শাহজাহান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টোকন, হায়দার আলী, আসমান আলী, আব্দুল হাই সিদ্দিকী, আলম হোসেন, সদস্য জয়নাল আবেদীন, দেলবার হোসেন, শহিদুল ইসলাম, এহেতেশাম কোরাইশী, গোলাম জাকারিয়া মন্টু, আব্দুল কুদ্দুস, আসাদুজ্জামান, গোলাম সারোয়ার, রফিকুল ইসলাম বাবলু, জুলফিকার হায়দার সাগর, আনিচউজ্জামান শাহীন, মোজাফফর হোসেন প্রমূখ।
উল্লেখ্য, তিরাশিয়ান বন্ধুরা ঈদের পর কিছু দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করবেন বলে কর্মসূচি ঘোষণা দেন।
এবি//দৈনিক দেশতথ্য//২৯ মার্চ ২০২৪//