কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র আয়োজনে কবি জসিম উদদীন ১২০ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত সোমবার (১লা জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ভেড়ামারা কাচারি পাড়া ইয়া ইয়া ফুড পার্কের হল রুমে কবির স্বরচিত কবিতা নিয়ে বিশেষ লাইভ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক, গল্পকার ডাঃ আসমান আলীর পরিচালনায় সাহিত্য লাইভ আড্ডায় কবিতা আবৃত্তি করেন, কবি ও লেখক কবি মুন্সী আশরাফ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ আরশেদ আলী, সাংবাদিক শাহ জামাল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, বাহাদুরপুর বালিকা বিদ্যালয় শিক্ষক মনির উদ্দিন, কবি খ,ম আঃ শুকুর, কবি আরিফুর রহমান, উপজেলা বন বিভাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম, কবি তারিকুল ইসলাম তারিক, আবৃত্তিকার শাকিলা খাতুন রিনি, আবৃত্তিকার ঐশ্বর্য, কবি ফাতেমা আক্তার রাথি, কবি মাসুদ রানা, কবি ফরিদ উদ্দিন, কবি সাদিয়া রহমান, কবি জাহিদ হাসান প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ জানুয়ারি ২০২৪