কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের উপযুপরি ছুরিকাঘাতে মৃত্যু শয্যায় রিংকু নামের এক যুবক (২৪)। স্থানীয়রা মুর্মুষ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সে ধরমপুর ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামের সানোয়ার হোসেন’র পুত্র। এ বিষয়ে ওই যুবকের চাচা হামিদুল হক বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সাতবাড়ীয়া বাজারে বাজার করার উদ্দেশ্যে যাচ্ছিল রিংকুর ছোট ভাই ওসামা (১৭)। এ সময় এলাকার শুকচাঁদ ওরফে শুকটার পুত্র চিহ্নিত কিশোর গ্যাং প্রধান বাধন (১৯)’র নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্য জিহাদ, রূপক, লিখন, নয়ন, শিহাব, মাহাবুল, জুবাইর সহ অজ্ঞাত ৭-৮ জন কিশোর সন্ত্রাসী হাত কুড়াল, চাপাতি, হাতুড়, লোহার রড, জিআই পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কিশোর ওসামা’র উপর হামলা চালায়। এসময় প্রান ভয়ে দৌড় দিয়ে ওসামা বাড়ীতে চলে আসে। কিশোর গ্যাং’র সন্ত্রাসীরাও তাকে ধাওয়া করে বাড়ী পর্যন্ত চলে আসে। ওসামা বাড়ীর ভিতরে লুকিয়ে পড়লে, কাকতালীয় ভাবে তারই বড় ভাই রিংকু (২৪) বাড়ির সামনে বের হয়। এসময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়, হাতুড়ি পেটা এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গুরুত্বর আহত যুবক রিংকুর জীবন সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিবীড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত ভেড়ামারা থানায় মামলা রেকর্ড হওয়ার প্রস্তুতি চলছিল।
বা// দৈনিক দেশতথ্য// ২১নভেম্বর//