Print Date & Time : 11 May 2025 Sunday 3:04 am

ভেড়ামারায় কুষ্টিয়ার মুখ পত্রিকার ইফতার মাহফিল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ২য় তলায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন,  জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন,  বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,  ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ওসি তদন্ত নান্নু খান,  পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা  জাসদ এর সভাপতি এমদাদুল হক আতা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, উপজেলা আওয়ামী লীগের ভেড়ামারা শাখার সহ-সভাপতি মোখলেছুর রহমান,  চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবিরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার। 

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৩, ২০২২//