Print Date & Time : 11 May 2025 Sunday 11:50 am

ভেড়ামারায় কৃষকদের মাঝে সার বিতরণ

কামরুল ইসলাম মনা ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে – 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার কার্যালয় হতে ৩২০০ কৃষকদের মাঝে আজ সকালে বিনামূল্যে বীজ, সার ও যন্ত্রাংশ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম এর পরিচালনায় ভেড়ামারার ৬টা ইউনিয়নসহ পৌরসভার কৃষকদের মাঝে রবি প্রণোদনা কর্মসূচির ( ২০২২-২৩) আওতায় সার, বীজ,ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। 

উল্লেখ পৌরসভাসহ ৬ টা ইউনিয়ন এর রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেয়াজ, মসুর, খেসারি, মুগ ইত্যাদি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//