Print Date & Time : 16 May 2025 Friday 6:04 am

ভেড়ামারায় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কুষ্টিয়া ভেড়ামারা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল রবিবার (৩রা ডিসেম্বর) সন্ধ্যায় ভেড়ামারায় সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২৩ এর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চুনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামিমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম বিশ্বাস ও কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ ভেড়ামারা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সহ-সভাপতি আতাউর রহমান আকাশ পৌর ছাত্রলীগের সভাপতি রকি প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন , বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, আয়োজনে ছিলেন, জিসান, ইভান ও শাকিল। প্রান্ত এন্টারপ্রাইজ ও‌ বেবী শপ উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৩,২০২৩//