Print Date & Time : 30 July 2025 Wednesday 12:34 pm

ভেড়ামারায় গণঅধিকার পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাহিদ হাসান, ভেড়ামারা : “গণঅধিকার অঙ্গিকার, রুখবো মোরা অনাচার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের গণমানুষের পরিচিত মুখ, তারুণ্য নির্ভর রাজনৈতিক ব্যাক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর’র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি)’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার (২৬শে অক্টোবর) দুপুর ১২ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। 

গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব দিদারুল হক মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. খালিকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আপন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সবুজ মন্ডল, মো. বজলু, মো: সেলিম, রিগেন আহম্মেদ, মো: হেলাল, ইমন ও নিরব সহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা, একটি স্বচ্ছ, সুন্দর, আলোকিত, উদ্ভাসিত, বিকশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে আহবান জানান।

এহ/26/10/24/ দেশ তথ্য