Print Date & Time : 20 April 2025 Sunday 2:55 pm

ভেড়ামারায় চাউল বাজারে অভিযান 

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ বাজারে পাইকারি চাউলের দোকান গুলোতে অভিযান পরিচালনায় জরিমানা করা হয়েছে। 

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভেড়ামারা কলেজ বাজার চাউলের দাম ও ওজন সঠিক রাখতে কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল অভিযান পরিচালনা সহ জরিমানা করেন। অভিযান কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোখারুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক ইশরাত জাহান ও কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান। 

কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল বলেন, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান অতিরিক্ত চাউল গুদাম জাত করে বাজারে অস্থিরতা তৈরী বা অতিরিক্ত মূল্যে বিক্রয়ের প্রমাণ পেলে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সর্বদা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রাখা হবে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ ফেব্রুয়ারী ২০২৪