বুধবার বিকেলে ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত অনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সরস্বতী ফুটবল একাদশ ২-১গোলে রতন স্পোর্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ইয়াছির আরাফাত প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌরমেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম @নজু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা রোকনুজ্জামান রুনু, শফিকুল ইসলাম@ শফি, আতাউর রহমান নায়েব, আইউব আলী আকখান, মকলেছুর রহমান, হাসান বিন মাহমুদ ঝন্টু ও টুর্নামেন্টের আয়োজক নাভানা স্পোর্টস’র কর্মকর্তা শাকিল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজয়ী স্বরস্বতী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হিসেবে ১০হাজার এবং রানারআপ রতন স্পোর্টস ৫হাজার টাকা প্রাইজমানি লাভ করে। চ্যাম্পিয়ন দলের লালা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিপুলসংখ্যক ফুটবলমোদী দর্শক আজকের প্রাণবন্ত খেলাটি উপভোগ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৭,২০২২//